ছড়া

বৃদ্ধাশ্র‌ম || শফিকুল ইসলাম শ‌ফিক

নি‌জের গড়া সংসারে‌ আজ ঠাঁই হ‌লো না বাবা মা’র
বৃদ্ধাশ্র‌মে কাট‌ছে জীবন নেয় না খবর ছে‌লে আর।

ছে‌লে এখন মস্ত মানুষ তুচ্ছ মানুষ আপনজন
ব‌াবা মা‌য়ের নেই‌কো খেয়াল এ‌ক্কেবা‌রে পাষাণ মন।

সেই নিবা‌সে ভা‌লো মন্দ গুন‌ছে ব‌সে মৃত্যু‌দিন
মুত্যু হ‌লে কর‌বে কী আর আপন ছে‌লে সেও ভিন।

ছে‌লে হী‌না পড়‌বে নামায তার জানাযা‌য় কত্ত লোক
খবর পে‌য়েও সে আ‌সে না অন্য মানুষ বো‌ঝে শে‌াক।

রে‌গে গে‌লেও হায় রে ছে‌লে বলব তু‌মি অমানুষ
বদ‌লে গে‌লে স্বার্থ সু‌খে হয় না আজও কোন হুঁশ। __________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ. (রা‌. ব‌ি.) [email protected]­m