বিধ্বস্ত মানবতা
✍ মানজারুল ইসলাম দুলাল
মানবতা তুমি কি প্রকৃতিতে?নাকি তন্তু থেকে সুতার মধ্যে আবদ্ধ।
মানবতা তুমি কি সুশীল সমাজের কলম?নাকি দরিদ্র,নিঃস্বদের পেটের খোরাক।
মানবতা তুমি কি স্বাধীনতার অর্জন, নাকি ধর্ষিতার দেহের লোম।
মানবতা তুমি কি কলিমুদ্দি দফাদারের ডাক?
নাকি পাক সেনাদের গুলীর বারুদ?মানবতা তুমি কি প্রভাতের অরুণ? নাকি ব্যস্তময় শহরের ট্রাফিকজ্যাম?
মানবতা তুমি কি সমাজসেবক?নাকি সমাজের কুখ্যাত ব্যক্তির নাম?
মানবতা তুমি কি সৈনিকের অস্ত্র?নাকি বন্দিশালার পচা খাবার?
মানবতা তুমি মানুষেরী এক রূপ, মানবতা তুমি কি সত্যি মানুষের রূপ?
আপনার মন্তব্য লিখুন