ছড়া

বিজয় এলো || আব্দুল্লাহ আল তুহিন

বিজয় এলো
আব্দুল্লাহ আল তুহিন

সবার মুখে বিজয়ের গান
ষোলো তারিখ ভোরে!
লাল-সবুজে রক্তে মাখা
এই পতাকা উড়ে।

ভূমির জন্য হাসি মুখে
প্রাণ করেছে দান!
শহিদ হয়ে থাকলো দেশে
গাইছি তাদের গান।

স্বাধীন দেশে মুক্ত সবাই
মুক্তিসেনার অবদানে!
ওদের আমরা স্মরণ করি
বিজয় আয়োজনে।