কবিতা

বায়োস্কোপ : জাহীদ হোসেন

মোদের একটা বায়ান্ন আছে বুকটা গর্বে ভরা
ভাষার জন্য আমার ভাইয়ের হৃদয়ে রক্তঝরা,
সালাম রফিক জব্বার বরকত আরও কত নাম
মাতৃভাষায় মা’কে ডাকি, যায় যদি যাক প্রাণ।

একাত্তর তো মহাকবির অমর কাব্য গাঁথা
বাংলা মায়ের দামাল ছেলে সাজে মুক্তিসেনা,
পদ্মা মেঘনা যমুনার জল রক্তস্রোতে ভাসে
বীর বাংগালী বিজয়টাকে ছিনিয়ে নিয়ে আসে।

আজ কেনো আমাদের এই অবক্ষয়ের খেলা
মানুষ গড়ার কারিগরের গলায় জুতার মালা,
আবার দেখি লাশ ফেলে ঐ হাসে কুলাংগার
শিক্ষা জাতির মেরুদন্ড-শিক্ষকের এই হাল!

ওদের মুখের জয়ধ্বনি ‘বেশ করেছি মোরা’
উল্কা বেগে ছুটে চলে জংগী পাগলা ঘোড়া,
ওদের আছে বাহুবল, পন্ডিত বিদায় হও
বিদ্যা থাক বইয়ের পাতায়, কাজে কর্মে নয়।

মোদের আছে গর্ব করার হাজার কাহিনী
তবুও কেনো অনৈতিকতা দিচ্ছে হাতছানি,
শক্ত হাতে না দমালে এসব কুলাংগার
বায়োস্কোপের এসব খেলা চলবে বারংবার।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment