কবিতা

বানভাসি || জ্যোতির্ময় রায়

হঠাৎ ঘুমন্ত সকালটা ঢেকে গেছে গভীর কালো মেঘে । তিস্তার বাঁধ ভাঙ্গে তারপর । ধানজমির আল গুলো ডুবতে ডুবতে একবুক জলে তলিয়ে গেল সবুজ ।।

মেঠোপথ গুলো হাঁটু জলে জল কেটে চলে । ভাঙতে থাকে মাটির কুঁড়ে ঘর ,একটার পর একটা । ভেসে গেছে রাখালের গরুর পাল টাঙ্গন নদীর স্রোতে ।।

জল বন্ধি স্কুলের ছাদে তাঁবুর হাঁট , সাগরের ঢেউ নেই তো কি হয়েছে , নদীর ভরা বুকে মায়াবী যৌবন ।

দিশেহারা পৃথিবীতে এখনও ক্ষুদার রাজ্যে মৎস্যানায়। খাবার ফুরাবে কিছু দিনেই ।চিমিনের দিকে তাকিয়ে আরও একটা স্বপ্নের মাটির দেওয়াল চোখের সামনে ধসে পড়বে ফের । নির্বাক দর্শক তখনও তিস্তার বাঁধ …।।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment