এ পথ নয়তো এতো সোজা আঁকা বাঁকা হয়ে ঢলে
কি আজব? পরতে পরতে রাজনীতি তবু চলে….
::
অপরাধ বোধ মাথাচাড়া দিয়ে উঠে। রোজ হারিয়ে যেতে মন চায় মোহ মায়া পথ আগলিয়ে দাঁড়িয়ে থাকে শুধু তলিয়ে যাবার অভিপ্রায় অন্ধকার জগতে। ফিরে আসি তবু বাস্তবিকে ফিরিয়ে নিয়ে আসে আমার বিবেক, নোংরা ঘেটে খুঁজে বের করি আমার অতীত দিন। কূলকিনারা হীন আমি তবু ছুটে চলার দুর্নিবার ইচ্ছে দানা বাঁধে নতুনত্বের স্বাদ জাগে খুব।
::
অতঃপর নিরুপায় আমি। রহিম চাচার কাছে প্রস্তাব দিলাম, কিছু বাদাম দিতে ওনার হয়ে আমি বিক্রি করে দিব। তাতে ওনার বিক্রির পরিমাণ বেড়ে যাবে সাথে লাভের পরিমাণ ও। রহিম চাচা না করেন নি, শুধু আফসোসের সুরে একবার বলেছেন দেখিও অনেক কষ্টে ধার করে ব্যবসা টা আবার শুরু করেছি, আমায় যেন পথে বসিয়ে না দাও।
আত্মবিশ্বাস মানুষ কে অনেক দূর পযর্ন্ত একদম স্বর্ণ শিখরে পৌঁছে দেয়। এটা যে জানাই ছিল আমার, সাহিত্য চর্চা করতে গিয়ে এটি বেশ আয়ত্ব করে ফেলেছিলাম।
::
ঋণ করে নয়, নয় কার ও দয়ার পাত্র হয়ে। টিউশন করে পাওয়া শেষ পুঁজি ১০০ টাকা দিয়ে বাদাম কিনে নিলাম ১৫ প্যাকেট। প্রতি প্যাকেট পাইকারি দাম ৭ টাকায় কিনে ১০ টাকা দামে বিক্রি করতে হবে। একটা রিংয়ে বাদামের প্যাকেট গুলো গেঁথে চলে গেলাম বাস স্ট্যান্ডে। নিজেকে কেমন একটা অনুভূতিহীন মানুষ দের মতো মনে হতে লাগল।
::
স্ট্যান্ডে ঠায় দাঁড়িয়ে রয়েছি, মুখ দিয়ে কোন কথা বেরোচ্ছে না, প্রকৃত বাদামওয়ালের মতো, এই বাদাম লন, এই বাদাম লন শব্দ গুলো কেমন জানি ভুলে গিয়েছি আমি। সাঁই সাঁই গতিতে চলে যাওয়া বাস গুলোর আসা যাওয়া দেখতেছি, দেখতেছি অন্য বাদামওয়ালাদের হুড়োহুড়ি করে ছুটে যাওয়ার দৃশ্য।
আহা! জীবিকার টানে কি ছুটে যাওয়ার গতি। পরিবারের মা বাবা ভাইবোন দের মুখে এক মুঠো ভাত তুলে দেয়ার কি নির্মম প্রতিযোগিতা? কি অবাধ্য এ কয়লা পোড়া জীবন।
::
নিজেকে বেশ বড্ড অপরাধী মনে হচ্ছে। অন্য বাদামওয়ালারা আমার দিকে কেমন আড়চোখে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে হাসতে লাগল। আমি এ জগতে নতুন, ওরা ভুলে যায় মানবিকতা ক্ষুধার্ত মানুষ দের তবু চলে বুনো উল্লাসের মহোৎসব। এটাই তো বাস্তবতা, এটাই তো নিয়তি। ওদেরই পেট চলেনা আমি এসেছি নতুন পেটের ভাগিদার হয়ে। কি আজব? কি আজব?
::
রাজনীতি এখানেও চলে, শহর, নগর, বন্দর আর বস্তির সর্বত্র অলিতে গলিতে চলে অদৃশ্য পেটের দায়ে রাজনীতি। ক্ষুধাররাজ্যে পৃথিবী গদ্যময়, হয় ভাত দে নয়তো তোর মানচিত্র খেয়ে ফেলব হারামজাদা।
#নিচু তলার উকিল
আপনার মন্তব্য লিখুন