স্টাফ রিপোর্টার:-
গত ২৫ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকেল ৫টায়
বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর কার্যালয়ে’ দু’বাংলার কবি/সাহিত্যিকদের কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কার-২০১৯’ ঘোষণা করা হয়। দু’বাংলার এ বছর বিভিন্ন শাখায় নির্বাচিত হয়েছেন ১৫ জন গুণীজন”পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হলো-
“কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কার”
কথাসাহিত্যিক প্রিন্স আশরাফ , কবি নাহিদা ইয়াসমিন,
কবি আদিল ফকির , কবি এস এম সাথী বেগম , কবি রুমকি আনোয়ার।
“কাব্যচন্দ্রিকা শিশুসাহিত্য পুরস্কার”
ছড়াকার হাই হাফিজ, আনোয়ারুল হক নূরী,
ছড়াকার শশধর চন্দ্র রায়, এস এম সাদেকুল ইসলাম।
“কাব্যচন্দ্রিকা একাডেমী পুরস্কার”
কবি বাদল রহমান , কবি আবুল কাশেম ,
কবি সোমের কৌমুদী, রোপ আক্তার আহমেদ , আবুহেনা রাব্বী, মাহফুজার রহমান মণ্ডল।
আপনার মন্তব্য লিখুন