স্টাফ রিপোর্টার:-
ওপার বাংলার রাজবংশী ভাষার চলচ্চিত্র নির্মাতা তপন কুমার রায় আগামি ২৪ জানুয়ারি বাংলাদেশে আসছেন।ভাওয়াইয়া রত্ন প্রয়াত গীতিকবি নীলকমল মিশ্রের ৬৯তম জন্মজয়ন্তি উপলক্ষে রবীন্দ্রনাথ মিশ্র স্মৃতি পরিষদ, বড়বাড়ি, কুড়িগ্রাম এর আমন্ত্রণে তাঁর এই সফর।আমন্ত্রিত শিল্পী হয়ে আসছেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী রাম কুমার বর্মণ এবং তিনি রবীন্দ্রনাথ মিশ্র স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন । কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পুঁটিকাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্রনাথ মিশ্র স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আগামি ২৫ জানুয়ারি এই রাজবংশী ভাষার চলচ্চিত্র নির্মাতা তপন কুমার রায়কে রবীন্দ্রনাথ মিশ্র স্মৃতি সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ মিশ্র স্মৃতি পরিষদ এর অন্যতম সদস্য, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর স্বনামধন্য শিল্পী এবং বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক ভূপতি ভূষণ বর্মা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহ. রাশেদুল হক প্রধান । বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রয়াত গীতিকবি রবীন্দ্রনাথ মিশ্রের ছোট ভাই বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বনামধন্য গীতিকবি নীলকমল মিশ্র বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আপনার মন্তব্য লিখুন