কবিতা

বাংগালীর গর্বঃ বাংলা নববর্ষ | জাহীদ হোসেন

আবার বসেছে মেলা, বটতলা হাটখোলা
১লা বৈশাখে আজ বাংগালীর প্রাণের মেলা
সূর্যোদয়েও তাই মেঘ-রোদ্দুরের রঙিন খেলা।
যতই থাক মেঘলা আকাশ বা ঝড়ের পূর্বাভাস,
অন্ততঃ আজকের এইদিনে কেউ ঘরবন্দী নয়
আমি আজ চিরসবুজ আর প্রাণটা বাউলময়।

আজ শুধু কারো দেনা-পাওনার ‘হালখাতা’ নয়
খাজনা আদায়ের কোনো ভেল্কিবাজিও নয়।
আজ জরা-জীর্ণকে বিদায় করে নতুনকে বরণ
গ্লানি আর ভেদাভেদ ভুলে মানবতার স্মরণ,
পুষ্পশোভিত চারিদিক আজ মৌ মৌ গন্ধে ঘেরা
মুড়ি-মুড়কি আর পুলি পিঠা মেলায় ভরা।

হয়তো ভাবছো,এই বয়সে কী আর এসব মানায়
বাংলারমেলা, বয়স পরে থাক গণিতের খাতায়।
আজ আমার মনে বাজিছে বাউলের একতারা
তাই অবিরাম ছুটে চলি রমনা বা কোন বটতলা,
পুরাতন গ্লানি আর ঘৃনা-বঞ্চনা মুছে যাক আজি
ভেদাভেদ ভুলে সবে নতুন বছরে শপথে সাজি।

চির যৌবন আমার, রং-তুলি হাতে আঁকি ছবি
পুষ্পশোভিত শিশু আর যত রঙিন নর-নারী।
কপালে টিপ, শাড়ির ভাঁজে পুরো বাংগালীয়ানা
এই মেলাতেই খুঁজে পাই তোমায় হে বংগ ললনা,
তোমার গালেই এঁকে দেই ঐ বাউলের একতারা
তুমি-আমি মিলেই হয়ে যাই ‘মংগল শোভাযাত্রা’।