প্রতিনিয়ত অভিনয় করে চলেছি নিজের সাথে
ভালো থাকার অভিনয়, যেনো আছি মহাসুখে,
সবকিছু কেমন মরিচীকার মতো ধোঁয়াসা লাগে
ভালোবাসার মাঝেও আজকাল দীর্ঘশ্বাস জাগে।
হৃদয়ে রক্তক্ষরণ হলে দেখা যায় না কখনো
দেখা যায় না ক্ষতের গভীরতা বা শূণ্যতা,
শুধু দলা পাকানো কষ্টগুলো দুমড়ে মুচড়ে
একাকার আর স্তব্ধ করে দেয় এই হৃদপিন্ডটা।
ভালো থাকার বোধ-বুদ্ধি হারানোর শূণ্যতা
বুঝা যায় না কষ্টের গভীরতা, কষ্টের জ্বালা,
ভ্রষ্ট এই পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে মৃত্যু যাতনা
কতোটা রক্তক্ষরণ হলে মৃত্যু আসে তা অজানা।
মৃত্যু বা মৃত্যুর মতো – এরমধ্যে তফাৎ কী আছে
কতোটা বসন্ত পার হলে ভালোবাসা কাছে আসে,
মৃত্যু আর ভালোবাসা আজ দু’টোই কাছে ডাকে
সাত সমুদ্দুর তেরো নদী নয়, খুব কাছে থেকে।
তারিখঃ ১৩/০১/২০২৩
আপনার মন্তব্য লিখুন