ঘন ঘন কাশের বনে ফুটল সাদা ফুল
আপন মনে হাওয়ার সাথে খেলাতে মশগুল
তটের পাশে সারাবেলা হচ্ছে একাকার
নদীর সাথে বলছে কথা হাসছে বারেবার।
দিচ্ছে উঁকি চারিদিকে দূরে থাকা দায়
সেই বনেতে চড়ুই পাখি মনের শখে গায়।
কাশের বনে পাখির গানে মুগ্ধ কে না হই?
ছন্দ-সুরে ওদের সাথে নিত্য কথা কই।
_______________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
আপনার মন্তব্য লিখুন