কবিতা

প্রেমে পড়ে গেছে মেয়ে : আকিব শিকদার

প্রেমে পড়ে গেছে মেয়ে, বারবার তাই
আয়নার কাছে এসে চুল ঠিক করে আর নৃত্যের ঢঙে
হাত-পা নাচায়।
প্রেমে পড়ে গেছে মেয়ে, হয়তো বা তাই
বুকের ওড়নাটি হাতে নিয়ে বাতাসে উড়ায়।

আমি যে দরজার পাশে আছি, পর্দার আড়ালে
উকি মেরে মুখ ঢেকে আছি, সে কি জানে?
নাকি জানার নেই উপায়!
লম্বা চুলের বেনিটি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
গুনগুনিয়ে ফিল্মের গান গায়।

ও মেয়ে, যদি ঘুর-নৃত্যের ঘুরে পড়ে যেতে চাও
পড়ে যেও কুলেতে আমার।
যদি পালাবার চাও লজ্জায়
হঠাৎ হাত ধরে টান মেরে দুজনে দুজনকে জড়াবো
দরজার পর্দায়।