প্রজাপতি প্রজাপতি
রঙ্গিল তোমার ডানা
ফুলে ফলে ঘুরে বেড়াও
কেউ করে না মানা।
প্রজাপতি প্রজাপতি
ফুলে বসে থাক,
ফুলের সুবাস নিয়ে তুমি
রঙ্গিল ডানায় মাখো।
প্রজাপতি প্রজাপতি
আমার বাড়ি এসো,
হরেক রমক ফুলে বসে
মন আনন্দে ভাসো।
প্রজাপতি প্রজাপতি
রঙ্গিল তোমার ডানা
ফুলে ফলে ঘুরে বেড়াও
কেউ করে না মানা।
প্রজাপতি প্রজাপতি
ফুলে বসে থাক,
ফুলের সুবাস নিয়ে তুমি
রঙ্গিল ডানায় মাখো।
প্রজাপতি প্রজাপতি
আমার বাড়ি এসো,
হরেক রমক ফুলে বসে
মন আনন্দে ভাসো।
আপনার মন্তব্য লিখুন