কবিতা

পূর্ব পুরুষের ভিটা : জাহীদ হোসেন

হারিয়ে যাচ্ছে আমার পূর্ব পুরুষের ভিটা
চারিদিকে আজ যেনো কবরের নিস্তব্ধতা,
দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে মিথ্যার সোপান
মূর্খরা আগ্রহ ভরে শুনছে দিন বদলের গান।
যারা নিজেরা লড়তে শিখেনি,অধিকার আদায়ে
যারা মিথ্যার বিরুদ্ধে নামতে পারেনি কখনো,
জীবন বাজি ধরতে জানেনি কখনো আগে
দুর্বল চিত্তে কেনো বেঁচে থাকার সাধ জাগে।
বড় বিচিত্র এই দেশ, কেউ নেই সত্যের কান্ডারী
সত্যকে মুখ ফসকে বেরুতে হয় বারবার!
উলঙ্গ পোষাকে নগ্নতা ঢাকার চেষ্টা আবার
কোথা আজ প্রজন্মের বেঁচে থাকার অধিকার।
একটা উন্মাদনায় ভরে যাচ্ছে দেশ, জাতি
পাগলের কথার আবার জবাবদিহীতা কী!
এখানে শিয়ালেরা দল বেঁধে হুক্কা হুয়া গায়
বাঘেরা নাকে তেল মেখে নিশ্চিন্তে ঘুমায়।
বড়োই বিচিত্র সময় পার করছি আজ আমি
অভাবে-স্বভাবে চমৎকার মিল পাই চারিদিকে,
সত্য-মিথ্যার ব্যবধান নেই তেমন কিছু আর
আমার পূর্ব পুরুষের ভিটায় ঘুঘু চড়ে বেড়ায়।
(তারিখঃ ১৯/০৮/২০২২)

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment