কবিতা

পুজোর প্রেম – শুভ্র শোভন রায় অর্ক

সেবার নবমীতে বৃষ্টি ছিলো
অঝোড় সারাদিন,
আমরা দু’জন গোমরা মুখে
বাসায় কাটাই দিন।

লুচি আর তরকারিতে
চলছে আমার খানা,
ম্যাডাম বাসায় গোমরা মুখে
খাচ্ছে পুডিং -ছানা।

দুপুর থেকে সন্ধ্যে হলো
বৃষ্টি অবিরত,
বুঝলুম সেবার ঘরে বসেই
প্রেম হবেরে যত।

ভোর রাতে সেই জল গড়ানো
থামলো বিলক্ষন,
ছুট লাগালাম মন্দিরেতে
হাত ধরে দুজন।

শঙ্খ ধ্বনি দিলো সে যে
ঢাকে দিলাম বারি,
মায়ের সামনে পন করলাম
থাকবো জীবনভর-ই।

দেখতে দেখতে সকাল হলো
বাঁজলো শেষের বাঁশি
পড়িয়ে দিলাম রাঙা সিঁদুর
বললাম ভালোবাসি ।।