কবিতা

পাথর শোক : জাহীদ হোসেন

একদিন সবকিছু অচেনা হয়ে যাবে
প্রিয়তমা স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন,
অচেনা হবে বন্ধু আর যতো নিকটজন
আমার কবিতা আর কবিতার পাঠকগণ।

এই চির চেনা ঠিকানা সম্পূর্ণ মুছে যাবে
আর একটি অচেনা ঠিকানা স্থায়ীভাবে,
ঠিক স্থায়ীভাবে আমার আপন হয়ে যাবে
আর চাওয়া-পাওয়ার খাতা শূণ্যে ভরে যাবে।

ওপারে পরমাত্মার সাথে হবে আমার বসবাস
তারায় তারায় বিচরণ করবো খানিক রাত,
উত্তরের মেঘ হয়ে বর্ষণ করবো দিবস রাত
উর্বর জমিন হবো, ফসল ফলবে বারোমাস।

আবার কৃষকের উঠোন ভরে উঠবে শস্যদানায়
নতুন প্রজন্ম বেড়ে উঠার এইতো সুবর্ণ সময়,
এতো জল এই বুকে, তবু কেনো অশ্রুহীন চোখ
মৃত্যু অমোঘ জেনেও কেনো এতো পাথর শোক!

তারিখঃ ২৫/১১/২০২২