কবিতা

নিশি চোর সাধু || রুহুল আমিন রাকিব

রাতের আঁধারে চিনা
জোঁকের বুকে দুগ্ধ পান
করে নিশিচোর সাধুরা,
কুমারী বালিকার শরীর জুড়ে নেমে আসে
মেঘ না চাইতে জল,
অতপর সাদা পানিতে জন্মহয়-
নাম পরিচয় বিহিন আরো একটি ডাস্টবিন এর ময়লা আবর্জনা,নয়তো কুকুর এর খাবার।

সফিপুর,গাজীপুর