কারে দিবো বিচার বলো
কার কাছে তে যাবো?
বিচারক না কি জেলে এখন
কি আজব একবার ভাবো।
ডিজিটালে ভরছে দেশ
জ্বলে রঙ্গিন বাতি,
অটো রিকশায় বিদুৎ শেষ
বুলডোজারে তাই মাতি।
গরিব একটু বাঁচতে চায়
এতেই গেল চোঁখ ওদের,
শুল্ক ছাড়া চালাই গাড়ি
আহা নেতা আমাদের।
বুঝতে চায়না আমাদের
উপর তালার ওই নেতারা,
এসি রুমে বসে তাই
গরিব মারার পায়তারা।
বেশে বেশ আজব দেশ
এই আমাদের বাংলারে,
চাঁদা ছাড়া চলেনা কিছু
গোপনে বলে আমলারে।
বলতে চাইনা ওদের কিছু
ধরবে আমার পিছুরে,
বাংলা মাতা গুমরে কাঁদে
ওদের জাতটাই নিচুরে
আপনার মন্তব্য লিখুন