অভিমানিনীর দুঃখবোধ
অশ্রুত এক প্রেমাতীত প্রকট সত্য
যৌবন বসন্তের খন্ডিত দ্বারে,
দ্বিত্ত চরণে মৃত্তিকায় নগ্ন পদ যুগলের ছুটন্ত ছাপ,
কথা বলা ঘুম ভোরে এক ছুট , ছুট, ছুট
আঁকড়ে ধরার কি আপ্রাণ প্রচেষ্টা
সাব ঝুট্ !
চলে গেছে যে সময়… হারিয়েছে অগ্নিক্রন্দনে
চমৎকার ছিলো, আছে সব – অভিনয়,
ভালোবাসার ক্ষণে , অচ্ছুত ভালোবাসা ভরে রয়।
সময় উৎস ঝুরু ঝুর ভেঙে পরে ক্লান্ত বিকেলে
বিষাক্ত সন্ধ্যায় লাগে ছোবল ধবল জোৎস্নায়,
প্রারাম্ভে মানুষটি চার হাত পায়ে বৈজ্ঞানিক গঠনে
হোমো সেপিয়েন্স ,
পলির পরতে দুঃখ জমা মানুষের নাম অভিমানিনী
তার বুকে চর জমে, তবে দখলদারিত্বের প্রশ্ন নেই
প্রকট প্রেম বিলুপ্ত কবেই যৌবন সঙ্গমে,
দ্বিত নগ্ন চরণে মানুষটি এখন
কেবলি নারী নয়ত আনাড়ী নাড়ী ।
আপনার মন্তব্য লিখুন