ছড়া

নারী || রাফসান কবির রাসেল

নারী তুমি রংবাহারি
পোশাক কেন পরো,
লজ্জাহীনা দিয়ে এ সজ্জা
কোন আদর্শ গড়ো।

ওড়না তুমি ক্যান পরোনা
ভাবটা তোমার কিসের,
ভয় লজ্জা সব করেছো ক্ষয়
অন্তরটা যে বিষের।

কোথায় পেলে হাদিস যেথায়
ওড়না পরা মানা,
অসভ্যতা হয়না মাথা
নাই যে তোমার জানা।

সমাজে ও নানা কাজে
কটু কথা শোনো,
কালি মেখে দিবে গালি
উপায় নেই যে কোনো।

সময় আছে করে যাও জয়
বুঝো কোনটা ভালো,
পরো বোরকা ঈমান গড়ো
দ্বীনের আলো জ্বালো।