কবিতা

নম্র প্রয়াস || সোহেল হামজাহ্

মায়াবী জ্যোৎস্নার চন্দন ছুঁয়ানো বেলোয়ারি ছুড়ি হাতে মুঠোভরতি মহান ফুলের সুভাষ হয়ে আপনার হৃদয়ে যদি আমায় নিয়ে; অজস্র ভালোবাসার কঠিন বাক্য স্পন্দনে মিশে যায় ভুলবশত –

তবে নীলিমার বুকে মাথা রেখে প্রজাপতি মতন ছুটাছুটি করা সেই ডাগরআঁখিতে আমার বেনামী ঠিকানায় কোনো এক নিঝুম রাত্রি আপনি এসে আমায় বিষে ভরা ধুতরারগন্ধ শুকিয়ে দিয়েন-

মিটিমিটি অস্পৃষ্ট প্রদীপশিখার গহ্বরে ডুবে পাড়ি জমাব
আমি নীরবে চিরনিদ্রায়-।

সামলানো যাবেনা প্রেম জেনেও অনুভবে কান পেতে শুনে নেব নিমিষে আপনার কাঁপা কাঁপা সুমধুর কন্ঠে মহাকাব্যের কঠিন বাক্যের ঝংকার!

অবুঝ মনে শব্দের মানে খুঁজব স্বপনে রংহীন আপনাকে আঁকব আপ্রাণ চেষ্টায় নয়ন বুজে জয় করবো ভালোবেসে আপনাকে।

অতএব_
আপনি আড়ালে লুকায়িত-
ডাক দিয়ে যান চমকিয়ে ইঙ্গিতে আর আমায় যান বলে ভিত!
ছুঁয়ে যান চলে অপ্রকাশিত প্রভাতে।

অতঃপর-
ইহা ছিল এক মহা ভাষণ অজান্তে দখলে নিয়েছেন হৃদয়ের আসন ভয় নেই ভীতু মন- ইতিহাস করিবে আপনাকে উন্মোচন।

বন্দরনগরী,চিটাগাং

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment