কবিতা

নতুন বছর ঘুরে ফিরে আসে || বাপ্পি সাহা

পুরনো স্মৃতি বার বার নতুন কিছু সৃষ্টির পথ দেখায়
চলার শক্তি জোগায়,
ভালো লাগা মন্দলাগা সুন্দর অসুন্দরের মাঝেই জীবন হয় অতিবাহিত।
তারপরও চলি চলতে হয় সত্য সুন্দর কল্যাণে।

নতুন বছরের নতুন প্রাননে নতুন সূর্যদয়
সব কিছু নতুনের, নতুনেরই হবে জয়।
জগৎ জুড়ে লাল সবুজের জয়ী স্বর্গধাম
হবে যে চিরচেনা বাংলাদেশ চির অম্রান।

বছরের শুরু বছরেই শেষ
শুভেচ্ছা আর ভালোবাসা
রইবে সারা জীবন এর রেশ।