অনেক আদর ভালোবাসা
আমি তোকে দেবো,
বিনিময়ে তোর কাছেতে
ভালো স্বভাব নেবো।
আমি তোকে দেবো,
বিনিময়ে তোর কাছেতে
ভালো স্বভাব নেবো।
যা চাস তুই এনে দেবো সব
এই কথাটা শোন,
ভালো হয়ে চলবি শুধু
দিয়ে তোর ঐ মন।
আকাশ থেকে চাঁদ নিবি তো
এনে দেবো তাও,
ভালো হওয়ার দিব্যি রইলো
কইলো রে তোর মাও।
_______________ ___________
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল।
০১৭২৬০৩৯৮৭০
_______________
মজনু মিয়া
মির্জাপুর
টাংগাইল।
০১৭২৬০৩৯৮৭০
আপনার মন্তব্য লিখুন