মাঝে মাঝে স্বপ্ন গুলো হারিয়ে ফেলি তোর শহরে এসে ।।
তুই কি জানিস?
আমার আজো রয়ে গেছে শুধু তোকে ভালবেসে।
আজো তোর কথা ভেবে হাজারো সুখের অনুভূতি বয়ে যায়
আমার মরু এ হৃদয়ের প্রান্তে,,
আজো আছি তোর শহরে নিজেরি অজান্তে।
মাঝে মাঝে স্বপ্ন গুলো হারিয়ে ফেলি তোর শহরে এসে ।।
তুই কি জানিস?
আমার আজো রয়ে গেছে শুধু তোকে ভালবেসে।
আজো তোর কথা ভেবে হাজারো সুখের অনুভূতি বয়ে যায়
আমার মরু এ হৃদয়ের প্রান্তে,,
আজো আছি তোর শহরে নিজেরি অজান্তে।
আপনার মন্তব্য লিখুন