কবিতা

তুমি আমার || সোহেল হামজাহ্

তুমি আমার ভোররাতে
সুভাষিত ফুটা সদা শিউলি-
তুমি আমার সমুদ্রসৈকতে,
মিশ্রিত উষ্ণতর চোরাবালি।

তুমি আমার সূর্যকিরণে
উত্তপ্ত ঝলমল অসমাপ্ত আশা-
তুমি আমার মনঃপ্রাণে,
জাগ্রত নির্মল সুখিত ভালোবাসা।

তুমি আমার শুষ্কহৃদয়ের
অফুটন্ত বিষন্ন বুনো অর্কিড-
তুমি আমার অন্তঃকহলের,
অবিখ্যাত নির্মিত পিরামিড। 

তুমি আমার ভায়োলিনের
বিরহিত হারানো সুরেরটান –
তুমি আমার ভুবনমোহনের,
উদাসিত লুকনো মধুর গান।

তুমি আমার অগোচরে
অপ্রকাশিত পরে থাকা কাব্য-
তুমি আমার স্বপ্নঘোরে,
আকাঙ্ক্ষিত ঝরে যাওয়া পর্ব।

তুমি আমার অচিন মোহনে
অশ্রুসিক্ত নয়নে বেদনার্ত জল-
তুমি আমার মনের গহনে,
অনুপ্রেরিত সাজানে তাজমহল।

তুমি আমার অস্পর্শনীয়
লুকায়িত স্বপ্নের ভিনদেশী রাণী-
তুমি আমার অতুলনীয়,
অস্পন্দিত প্রাণের প্রেয়সী মায়াবিনী।

বন্দরনগরী,চিটাগাং