ছাত্রলীগের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের ভেতর একটি ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে। সবাই অবাক। অবাক হওয়ার তো কথা নয়! ছাত্রলীগের ছেলেরাই তো এখন মারবে। যুবলীগ মারবে। আওয়ামী লীগ মারবে। তারা ক্ষমতায়।
এরপর বিএনপি সরকারে এলে ছাত্রদল মারবে , যুবদল মারবে, বিএনপি মারবে।
জামাতে ইসলামি এলে শিবির মারবে, যত জামাতপন্থী ইসলামি দল আছে, মারবে।
আমরা তো জীবনভর তা-ই দেখে আসছি। যে দল ক্ষমতায়, সে দলের সদস্য- সমর্থকরা ধরাকে সরা জ্ঞান করে, এবং যা খুশি তা-ই করে বেড়ায়। ধর্ষণ, খুন, লুটতরাজ, হুমকি, চাঁদাবাজি, কী নয়?
আজ যদি ছাত্রলীগের ছেলেদের বদলে ছাত্রদলের ছেলেরা কোনও ছাত্রকে পিটিয়ে মেরে ফেলতো, তাহলে বরং অবাক হওয়ার কথা ছিল। ক্ষমতায় না থেকেও এত সাহস কী করে পেল ছাত্রদলের ছেলেরা — এ নিয়ে জল্পনা কল্পনা গবেষণা ইত্যাদি চলতে পারতো।
এখন যাদের খুন করার দিন, তারাই করছে খুন। সুতরাং খবরটা শুনে নিশ্চিন্তেই থাকা উচিত। নিয়মে কোনও ওলোট পালোট তো হচ্ছে না। সকালে উঠে চায়ে চুমুক দিতে দিতে একবার বললেই চলবে, লং লিভ ডিমোক্রেসি।
আপনার মন্তব্য লিখুন