কবিতা

তবুও ব্যর্থ সময় || পিতাম্বর ধনঞ্জয় ঘোষাল

এ এক ভয়াবহ ক্লান্ত পৃথিবীর গান
সমস্ত চরাচর জুড়ে হৃদয়ের নারীর মন,
জলের উপর থাকা পাখি গুলো উড়ে যায়
অনন্ত আকাশে ; আবারও ফিরে আসে
তাদের পাখনায় পৃথিবীর গন্ধ নিয়ে ;
মানুষ ভালোবেসে ফেলে অজান্তেই
তার হৃদয়ের নারীর দেহ আর মন –
এতে সমাজের কি কিছু আসে যায় !
বোধের অন্তরালে কিছু হয় বুঝি ?
পাখিদের মতো তো আমরা সহজ নয়
তবুও সেই ভয়াবহ ব্যর্থ সময়
আমাদের নিয়ে চলে কোন এক
গভীর অন্ধকারের দিকে–যেখানে ; —
কোন স্নিগ্ধ স্থির ভূমির অন্বেষণ করে —
একবার অন্তত এই ব্যর্থ সময়ের বাইরে
বেরিয়ে শুধু একটি বার বেঁচে নিতে চায়।

ঈগলের মতো চক্রাকারে আকাশের
সীমাহীন পরিধি পর্যবেক্ষণ করে
শুধু বেঁচে থাকার নিরন্তর প্রয়াস
যেমন মানুষ চক্রাকারে ঘুরে ব্যাপ্ত পৃথিবী
শুধু বেঁচে থাকার জন্যে নয় !
আত্মস্বার্থ,অনুপ্রবেশ,ভূমি,অরণ্য দখল
নানান ভোগ লিপ্সা-সম্ভোগ সব –
ছিনিয়ে আমিত্বের অধিকার প্রতিষ্ঠার
চরম উৎকর্ষ সাধনে নিমগ্ন থেকে
সর্বনাশের অভিমুখে এগিয়ে যায় ;
এই ভেবে আত্মতৃপ্তি লাভ করে ভাবে
সময়কে ব্যর্থ করে জিতে নিয়েছে
পৃথিবীর সকল সৌন্দর্য্য,সকল সুখ।
কোন এক নিবিড় নিঃশব্দ হৃদয়াবেগ
অনন্ত কালের দিকে যখন টেনে নিয়ে যায়
না থেমে এই অগ্রসর হওয়া বেশ ভালো।

 

  • উখরা,বর্ধমান।
    পশ্চিম