কবিতা

|| জীবন যেমন ||

॥ জীবন যেমন ॥
পীতাম্বর ধনঞ্জয় ঘোষাল

 

বড় অসহিষ্ণু হয়ে আছি এখন,

ব্যর্থতার চমৎকার পরিহাস-

বেঁচে থেকেও জীবনেরে দেখি আমি —

মৃত্যুর ওপার-!

আকাশ,মেঘ, বাদল

এই সব প্রাকৃতিক যুক্তি আর

জীবন মরণের ভেসে বেড়ান

একাকী নক্ষত্রের মতো জ্বলে জ্বলে কখনো নীল আকাশে আলোর

গাঢ়তা দিয়েছে হৃদয়েতে ব্যথা

তবুও ধরণীর মানুষের উপর

ক্ষুব্ধ হয়ে চলে যেতে ইচ্ছে হয় !

আমার ইচ্ছা গুলো প্রার্থনা হয়ে

আমার ভালোবাসা গান হয়ে

তোমাকে ধরতে গিয়ে কোথাও

বার বার আঘাত পেয়েছে

আহত পাখির মতো ক্রমশ মৃত্যুর

নীল অন্ধকারের দিকে ছুটেছি

তারপর সব আকাংখা ছিন্ন করে

আমি তোমাকেই পেতে চেয়েছি —

আমার অসহিষ্ণুতা ,ঔদ্ধত্য আর

অভিমান

বুকের সকল স্বপ্ন _

নিভন্ত  বাতির মতো –

একবার জ্বলে উঠে নিভে যায় ।

তখন সে আঁধারে জীবনও হারায় !

 

 

#পশ্চিম বঙ্গ , ভারত

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment