ক্ষুধা নিবারণ;
আগুন বেরুনো কক্ষে
প্রবেশ করে ডগডগে গিলে ফেলেছি না ভেবে সাদাসিধে থালাভরা আগুন; দ্যাখো টগবগ করে শরীরে’র ঘাম- অবিরাম ঝরে;
আজ অতীতে’র- দিব্বি কাটাবো ; আমি মাতাল হব!
তূর্ণা নিশির ঝঙ্কারে; তৃষ্ণার্ত প্রাণের জ্বালা মেটাতে ফুটপাথে’র চৌরাস্তা’র নিরিবিলি গলি থেকে খরিদ করে
এনেছি এক বোতল নিষিদ্ধ জল; জলধারা অতিষ্ঠ মনের আপ্যায়ন;
কৈফিয়ত কে চাইবে?
অনায়াসে রাতভর দেহে মাখবো জুবিলী’র ধুলো-
শীতলপাটির বিছানা পেতে নগরী’র ছাদের নিচে ঘুমাবার আকাঙ্ক্ষা পোষ মানাচ্ছি একযুগ থেকে, এইতো এসে গ্যাছে সুবর্ণ সুযোগ;
– পৃথিবীর সাধ্য নেই
আমায় অধিকার থেকে বঞ্চিত করবে সুখ থেকে মনের সংযোগ বিচ্ছিন্ন করবে আমি কুমতলব নিয়ে আসিনি জীবন নগরে;
রাত থেকে আঁধার গলে যাবার পূর্বে আমি একটিবার পৌঁছতে চাই শান্তিপুরে।
বন্দরনগরী,চিটাগাং
আপনার মন্তব্য লিখুন