হলদিয়া সাঁকো
✍ শফিকুল ইসলাম শফিক
আমতলীতে নিত্য মানুষ ছুটছে হাজার হাজার
যাতায়াতের একটি মাধ্যম সোমবাড়িয়া বাজার।
ওই বাজারের সন্নিকটে পানায় ভরা খালও
যাতায়াতে কষ্ট লোকের কে বুঝে এর হালও?
এক সময়ে ট্রলারযোগে খাল হতো পার মানুষ
কচুর পানায় হচ্ছে ভরাট কারো আছে কি হুশ?
কচুর পানার গন্ধ বেজায় একি বেহাল দশা ?
আশেপাশের গ্রামগুলোতে জন্মে আরও মশা।
হলদিয়া খালের ওপর একটি বাঁশের সাঁকো,
গ্রামবাসীরা কেমন আছে কেউ কি খবর রাখো ?
দুইটি যুগও চলে গেল আজো সাঁকো আছে,
শুনছি হবে একটি সেতু সব মানুষের কাছে।
বিদ্যালয়ে যাচ্ছে শিশু ঝুঁকি পারাপারে,
বৃষ্টি মসুম আসে যখন নানা দুর্ভোগ বাড়ে।
ঝুঁকির ভয়ে কতেক শিশুর বন্ধ পড়ালেখা,
শিক্ষার হারও কমে গেছে বদলে গেছে রেখা।
ভালো কোনো নেইকো গ্রামে কাঁচা পাকা সড়ক,
দিনে দিনে দিচ্ছে দেখা উন্নয়নের মড়ক।
এই এলাকায় খুলবে কবে উন্নয়নের চাবি?
এইখানে কী সেতু হবে ?ঝুলেই আছে দাবি।
বোয়ালিয়া,রাজশাহী
সূত্র: দৈনিক বাংলাদেশ সময় ২৮/০৪/২০১৭
আপনার মন্তব্য লিখুন