ছড়া

সুখের খোঁজ || হামীম রায়হান

ছুটছে সবাই দিনে রাতে

একটু সুখের জন্য

সুখের খোঁজে হচ্ছে কত?

সভ্য থেকে বন্য।

সুখের খোঁজে কাটছে পাহাড়

কাটছে বনের গাছ,

সাগর,নদীর মৃত্যু দেখে

দিচ্ছে সুখে নাচ।

সুখের খোঁজে জ্বলছে আগুন

করছে বিকট শব্দ

কোথায় যাবি সুখ পাখি তুই?

করবে তোকে জব্দ।

 

বাংলা বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সুচক্রদন্ডী,পটিয়া,