গাঁয়ের গর্ব প্রদীপ জ্বলে এই যে ভীমপুর কলেজ,
গাছের ছায়ায় সবুজ মায়ায় প্রাণটা করে সতেজ।
সুন্দর কলেজ স্নিগ্ধ কলেজ নওগাঁ জেলাধীন
একবার এলে পেয়েই গেলে নতুন একটি দিন।
সকল শিক্ষক অক্লান্ত শ্রম দিচ্ছেন আজ অবধি
নয়ন জলে পলে পলে বইছে অশ্রু নদী।
প্রিন্সিপালের ত্যাগের কথা থাকবে সবার মনে
টিকেই আছে এই কলেজটি জাতির প্রয়োজনে।
প্রশ্ন সবার কবেই হবে নিবন্ধভুক্ত
কারও নামটি বেতন খাতায় হয় নিকো যুক্ত।
পড়তে পারে গরীব যারা অনেক সুযোগ আছে,
সন্তোষজনক পরীক্ষার ফল সুনাম সবার কাছে।
অই কলেজের প্রাক্তন ছাত্র সোহেল পরিশ্রমে,
বেশ অবদান রাখে জানি ভর্তি কার্যক্রমে।
প্রতি বছর ভর্তি হতে কলেজ মাঠে ভীড়,
মনটা যেতে চায় না কারও শান্তি সুখের নীড়।
বড় একটি বিল্ডিং হবে বাজেট আছে শুনি,
কার্যকর চাই কর্তৃপক্ষ সেই দিনই যে গুনি।
কলেজটি চাই অবিলম্বে নিবন্ধভুক্তি
দিন হতে দিন আসছি শুনে সহস্র যুক্তি।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক বেতন মোটে পান না,
দেখেই যাব আর কতদিন নীরব চোখে কান্না?
পাঠ্যদানে জানি তবু নেইকো কারও হেলা
আর কতদিন ভাসবে বলো প্রাণে দুখের ভেলা?
বেতনভাতা দিতে হবে দাবি নিয়ে লড়ি-
মানবেতর জীবনটাকে এসো লাঘব করি!
বোয়ালিয়া,রাজশাহী
আপনার মন্তব্য লিখুন