ছড়া

ছড়া : বর্ষা || স্বপন শর্মা

সারা রাতে বৃষ্টি পড়ে জানলা গেছে ভিজে,
ভরে গেছে ডোবা পুকুর বাকি আছে কি যে!
জলে ভরা ছপ ছপে ঐ উঠোনের পাশটা,
হেলে দুলে প্যাঁ’ক প্যাঁ’ক চলছে পাতি হাঁসটা।

গোমরা মুখো সূর্যি মামা মুখেতে নেই আলো,
ঘরের কোনে,ছাতার তলে দিন কাটে না ভালো।
ঝোপে ঝাড়ে উঠোন দোরে ভরে আছে জলে,
গাঁয়ের বধূ পিচ্ছিল পথে কেমন করে চলে?
কোলা ব্যাঙে জলের উপর দিলো যখন লাফ,
ভয়ের ঘোরে পিচলে পড়ে বলে-বাপরে বাপ।

মৎস চাষের পুকুর আজকে জলে গেছে ভেসে,
মাছের শোকে সকল জেলে কষ্ট করেন শেষে।
সকাল হতেই বৃষ্টির ফোঁটা পড়ছে যে টুপ টাপ,
একঘেঁয়ে আজ শব্দ শুধুই,বাকি সব চুপ চাপ।

উলিপুর,কুড়িগ্রাম