ছড়া

প্রভাতের রূপ || সাব্বির আহমেদ

প্রভাত রূপে মুগ্ধ নয়ন

দোর খুলেছি যখন,

ডায়রী টেনে নেইযে কাছে

লিখে ফেলি তখন।

 

ঝিরঝির শান্ত বাতাস গায়ে

বুলায় কোমল পরশ,

দূর আকাশে যায় উড়ে যায়

বক ডাহুক আর সারশ।।

 

নগ্ন পায়ে মাটির ছোঁয়ায়

পুলক জাগে মনে

মাঠের পানে ছুটছে কৃষক

পিরিত মাটির সনে।

 

অনেকটা দূর এলাম তো আজ

এবার ফেরার পালা,

সৃষ্টি সকল এই স্রষ্টার তরে

গাঁথছি প্রেমের মালা