পদ্মপুকুর বাড়ি তোমার
নামটি তোমার লতা,
মনটা ভরুক সুখের ছোঁয়ায়
পুড়ুক বিষণ্নতা।
কন্যা সবাই চিনে
থাকলে দূরে গ্রামটি যেন
শুন্য তোমায় বিনে।
এই কামনা অনেক বড়ো হও
হারতে রাজী নও
জীবন নিয়ে অগ্রপথে রও।
মাতা পিতার গর্ব অতি
জানি তোমার জন্য
দুঃখ-সুখের এ সংসারে
পেয়ে তোমায় ধন্য।
এমন মেয়ে নাই সবখানে নাই
বাবা মায়ের অনুগত
চলো না যে নিজের মতো
এমন মেয়ে সবার ঘরে চাই।
সুনাম তোমার রবে
পড়ালেখায় অনেক সেরা
অনেক বড়ো হবে।
হাজার গুণের গুণবতী
হাজার বুদ্ধির বুদ্ধিমতী
নেইকো অহংকার,
এই গ্রামেতে তোমার কথা
সকল লোকে যথা তথা
ভাবছে বারংবার।
বোয়ালিয়া, রাজশাহী।
আপনার মন্তব্য লিখুন