অতি আদরের মেয়ে ববি তার নাম
কৃষকের পরিবারে কত সংগ্রাম !
হতবাক হবে শুনে জীবন কাহিনী
একদিন বড় হবে হয় তো ভাবিনি।
অসহায় তার বাবা পুঁজি শুধু ভুঁই
পাথরে ফুটেছে আজ চাঁপা জবা জুঁই।
পড়ার খরচ বাবা হিমশিম খেয়ে
পড়াশোনা ছাড়ে নিকো তবু সেই মেয়ে।
টাকাতে মানেনি হার বাবা কোনদিন
ভেবেছে মেয়েটি তার মেটাবে এ ঋণ।
স্বপ্ন সমান বড় লোকে তাই বলে
স্বপ্ন মানুষ দেখে পিছু পিছু চলে।
বুঝত বাবার দুখ ছোট থেকে হায়
বেদনায় জ্বলে মন ছিল নিরুপায়।
ছোটবেলা থেকে তার মেধা ছিল বেশ, বাবা মায় হতো খুশি ব্যথা পুড়ে শেষ।
সকল পরীক্ষাতে হয় সে যে সেরা
বড় হবে বাসনায় বাস্তবে ফেরা।
বিসিএস ক্যাডার সে শোন দেশবাসী,
গর্ব প্রদীপ জ্বলে হোক বাবা চাষী।
কনইল, ভীমপুর, নওগাঁ।
আপনার মন্তব্য লিখুন