ছড়া

চাঁদ মামা || রুহুল আমিন রাকিব

চাঁদ মামা চাঁদ মামা

দূরে কেন থাকো?

দুধের বাটি হাতে নিয়ে

আমায় কেন ডাকো?

বাঁশ বনের মাথার উপর

আলো কেন দাও,

তারার সাথে ভাব জমিয়ে

মনটা কেড়ে নাও।

চাঁদের বুড়ি তোমার সাথে

আড়ি দিয়েছে বুঝি?

রূপ কথার গল্প তাই

পাইনা আর খুঁজি