আমাদের ছোট গাঁয়ে, ছোট ছোট ঘর
মিলে মিশে থাকা হতো, কেউ নয় পর,
মাছ ভরা নদী নালা, গাছ ভরা ফল
লতা পাতায় ভরা ছিল, বাড়ি সকল।
সকালের কচি রোদে, কচি কচি মুখ
খড়ের বিছানা পাতা, আহা সেই সুখ,
মুড়ি আর নাড়ুতে কি যে মাখামাখি
মায়ের শাসনটা আজও মনে রাখি।
আম গাছের মগ ডালে ঘুঘুদের বাসা
মা’ ডাকে আর নয়, নেমে আয় বাছা,
পেয়ারার সেই গাছ আজও পিছু ডাকে
শেয়ালের ভোঁ দৌড়, মুরগীটা মুখে।
জাম নিম দেবদারু সুপারির সারি
সবুজে ঘেরা ছিল আমাদের বাড়ি,
মা ছিল বাবা ছিল, ছিল ভাই বোন
মায়া ছিল, ছায়া ছিল, আত্মীয়গণ।
আজ কেন ছিঁড়ে যায় মায়ার বাঁধন,
নিভৃতে কেঁদে ওঠে ব্যথা ভরা মন,
মানুষের মাঝে আজ নেই যেনো প্রাণ
ভালোবাসা স্নেহ মায়ার সব অবসান।
কোথা তোরা ছেলে বেলার বন্ধু সকলে
জীবনের সুখ স্মৃতি যায় বিফলে,
কোথা পাবো মায়া ভরা সেই খোলা মাঠ
ফেলে আসা স্মৃতিটুকু স্মরণীয় থাক।
জীবনের শেষ বাঁকে ভাবি মিছে বসে
সবকিছুই মরিচীকা, যায় ধীরে খসে,
রংগিলা এই হাট-বাজারের ক্ষান্ত হবে খেলা
ফিরে যদি পেতাম আবার সেই ছেলেবেলা।
আপনার মন্তব্য লিখুন