রবির সাথে কবি মিলে,
কবির সাথে ছবি,
ছন্দ জানা থাকলে তবে
মিলবে তোমার সবি।
আশির সাথে বাঁশি মিলে,
বাঁশির সাথে কাশি,
ছন্দ তোমায় দিতে পারে
দুঃখ- সুখে হাসি।
কিলের সাথে বিল মিলে,
বিলের সাথে ঝিল,
ছন্দ নিয়ে থাকলে পাবে
সবকিছুতে মিল।
পড়ার সাথে গড়া মিলে,
গড়ার সাথে কড়া,
ছন্দ নিয়ে থাকলে হবে
মজার মজার ছড়া।
আপনার মন্তব্য লিখুন