দু’দিন থেকে সর্দি ব্যাঙের
সাথে ব্যথা,জ্বর,
ব্যাথার তোড়ে বকছে প্রলাপ
তুলল মাথায় ঘর।
ডাক্তার বাবু এলেন ঘরে,
নাড়ি দেখলেন টেপে,
থার্মোমিটার দিয়ে ব্যাঙের
জ্বর দেখলেন মেপে।
দেখে শুনে বলেন বাবু
চিকুনগুনিয়া
এসব শুনে নড়ে উঠে
ব্যাঙের দুনিয়া।
তখন থেকে মশা খাওয়া
হল যে তার বারণ,
আর না হলে হতে পারে
ব্যাঙের অকাল মরণ।
মশারি আর মশার কয়েল
রাখতে হবে সাথে,
দিনে দুটো ঘাস ফড়িং
খেতে হবে ভাতে।
আপনার মন্তব্য লিখুন