ধরেন আপনি খুব ভালো চুরি করেন! এতো ভালো চুরি করেন যে, সারা পৃথিবীর সব চোর কে টক্কর দেয়ার মতো প্রতিভা আপনার আছে। কিন্তু আপনি থাকেন নীলফামারিতে কিংবা গাইবান্ধায়। কোন লাভ নাই মামা। আপনি তাইলে জিরো!
চোর হিসাবে যশ, খ্যাতি, উন্নতি পাইতে হইলে আপনাকে অবশ্যই অবশ্যই ঢাকায় আসতে হবে। আসতেই হবে।
আপনি ভালো অভিনয় করেন, ঢাকায় আসতে হবে!
আপনি ভালো ছবি আঁকেন, ঢাকায় আসতে হবে!
আপনি ভালো গান গান, গিটার বাজান ঢাকায় আসতে হবে!
আপনি ভালো পড়াশোনা জানেন, ঢাকায় আসতে হবে!
বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে বড় সমস্যার নাম। #চলো_ঢাকায়_যাই_যাইতে_হবে!
গত বছর লকডাউনেও এলাকা সিলগালা করে দিয়েও ঢাকার মানুষদের ঈদে বাড়ি যাওয়া আটকানো যায় নি। এর মানে হচ্ছে, এই অধিকাংশ লোকগুলি ঢাকায় যে কাজটা করে জীবিকা নির্বাহ করেন……সেটা যদি তার জেলা শহরে, তার গ্রামে করে সে বউ বাচ্চা নিয়ে সুন্দর ভাবে থাকতে পারতো……..তাহলে সে হয়তো ঢাকায় থাকতো না।
দেশ থেকে অনেকেই যেমন মধ্য প্রাচ্যে যায় জীবিকার তাগিদে। তেমন এদের অনেকেই গ্রাম থেকে ঢাকায় আসছে স্রেফ জীবিকার তাগিদে!
ঢাকায় আসলে এরা অনেকেই থাকতে চায় না। সিস্টেম তাকে ঢাকায় থাকতে বাধ্য করছে।
বাংলাদেশের এই রাজধানী মুখি বিকেন্দ্রীকরণ সিস্টেমকে যতদিন পর্যন্ত ভেঙে ফেলা না যাবে। বান্দরবানে বসে ছবি এঁকে, Sculpture বানিয়ে সুন্দর ভাবে বেঁচে থাকার বন্দোবস্ত যতদিন পর্যন্ত করা না যাবে!
আমাদের উত্তরন নাই!
আপনার মন্তব্য লিখুন