স্টাফ রিপোর্টার:-
গত ২৫ শে সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে লালমনিরহাট সরকারী কলেজের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন “চতুরঙ্গ” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সরকারী কলেজ প্রাঙ্গণে
অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার গুণীজন
বিশিষ্ট কবি,সাহিত্যিক,সমাজকর্মী ও সাহিত্যের ছোট কাগজ “স্বর্ণামতি” পত্রিকার সম্পাদিকা জনাব ফেরদৌসী বেগম বিউটি।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও ‘চতুরঙ্গ’র উপদেষ্টা জনাব আশরাউল হক ও অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব শাহাদত হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ সুজন শাহ- ই ফজলুল।
এবছর ‘চতুরঙ্গ’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট কবি,সাহিত্যিক,সমাজকর্মী ও সাহিত্যের ছোট কাগজ “স্বর্ণামতি” পত্রিকার সম্পাদিকা জনাব ফেরদৌসী বেগম বিউটিকে।
জনাব ফেরদৌসী বেগম বিউটিকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ সুজন শাহ- ই ফজলুল।
আপনার মন্তব্য লিখুন