অণুগল্প

ঘুমন্ত পৃথিবী || সায়মা রহমান রিয়া

আজ মনে হয় অমাবস্যা! 
একটি কবর, তিন মুঠো মাটি, মাটির বুক চিরে সবুজ ঘাস, গাছেদের ছায়া সঙ্গী এক পায়ে দাঁড়িয়ে বুড়ো আম গাছটা, গাছের মগ ডালে বউ কথাদের বাস,,, অগ্নিশিখায় পতঙ্গেরা অঙ্গ জ্বালাচ্ছে! 

হঠাৎ সদ্য জন্মানো শিশুটার কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। 
মায়ের মন আর শুয়ে থাকতে পারলোনা। হাত বাড়িয়ে দেয় তবুও বাবুটিকে ছুতে পারেনা! 
ভাবা যায়? একটা মায়ের কতোটা মনের ভেতর বিষ কষ্ট? 

স্বামীটাকে পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত উপহার দেওয়ার জন্য একটা জীবনের বিনিময়ে আর একটা জীবন দান। কত রাত না খেয়ে কাটিয়েছে কত বসন্ত এলো গেলো…., কত স্বপ্ন সাত সেকেন্ড স্তব্ধ ছিল! কত চোখের জল গাল বেয়ে স্পর্শে ছিল দু হাত ভরে, মাটিতে পড়তে দেয়নি, যদি কারও অভিশাপ হয় এই ভেবে!! 
মাঝরাতে প্রার্থনা ছিল স্বামী ছাড়া কারও সামনে না আসার, আর সন্তানের আদর্শ মা হবার।

নিয়তি এমনই কেউ কারও নয়।।
প্রিয় মানুষটির মনে এক সময় রঙ লাগবেই, শুধু ভালোবাসার ফসলটা একবার হলেও হাহাকার করবে। এ যেন তার ছেড়া টান, রক্তের সম্পর্ক, স্বার্থের অনেক উপরে!

চিটাগাং