আমি বুয়েটের ভিসি পদে যে লোকটি রয়েছে তার পদত্যাগ দাবি করছি ! শুধু পদত্যাগ নয় – লোকটির বিচার দাবি করছি !
লোকটি সম্প্রতি বেশ দম্ভ এবং আত্মবিশ্বাস নিয়ে বলেছেন – পদত্যাগের প্রশ্নই আসেনা- কারণ আবরার হত্যায় তার কোনো দায় নেই !
গত কয়েক দিন ধরে তার যে চেহারা সুরত দেখেছি তাতে তার মধ্যে আবরার হত্যাকাণ্ডের জন্য কোনো দুঃখবোধ, অনুশোচনা, ভয় বা সংকোচের কোনো চিহ্ন দেখিনি ! একটা মানুষ যে এমন হতে পারে তা উনারে না দেখলে বুঝতে পারলাম না !
বুয়েটের ভিসিদের মতো লোকদের জন্যই বিশ্ব বিদ্যালয় গুলোতে দানব পয়দা হয় – চাঁদাবাজ, মদখোর এবং ধর্ষণকারীদের আস্তানাতে পরিণত হয় ! সুতরাং এইটাকে ও বিচারের আওতায় আনতে হবে…
আপনার মন্তব্য লিখুন