কবিতা

কিসের মানবতা || হামীম রায়হান

সিরিয়াতে বৃষ্টি নামে
বৃষ্টি সেতো বোমায়,
মানবতা শুয়ে আছে
হাসপাতালে খোমায়!

রক্ত নিয়ে হোলি খেলে
নরপশুর দল,
কাঁদছে দেখো অবুঝ শিশু
নেই তো চোখে জল।

সকাল-সন্ধ্যা পড়ছে বোমা
নেই প্রতিকার কি?
ইতিহাসের পাতা তোদের
বলবে রে ছিঃ ছিঃ।

মানুষ মেরে কিসের ধর্ম
কিসের মানবতা,
অবুঝ শিশু হাত বাড়িয়ে
চাইছে স্বাধীনতা।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment