আম্মার চিল্লাপাল্লার কারণে ছোট ভাইরে একটু পড়াইতে বসলাম…..দুপুরে
বাংলা কবিতা,
ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা….
হেতে আমারে কয়, ভাইয়া কোনখানে….
ঐ খানে….(ছবির ভেতর দেখাইলাম)
এরপর কয়, ভাইয়া আমার শরীর অইখানে গেছে কেমনে?
আরেহ, অইটা হচ্ছে গাঁ, মানে গ্রাম। আর ‘গা’ মানে শরীর। চন্দ্রবিন্দুর তফাৎ।
এরপরে কয়, বগী কি??
কইলাম, বকের বউ হইলো বগী…
এরপর কয়, বগী কানা কেন?? চশমা পড়তে পারেনা??
ওরা তো পাখি….এতটুক চশমা নাই তো…
এরপরে কয়, বগীর বাচ্চা কি স্কুলে যায়??
ভাই তুই থাম…..আমি বগীর লাইগা পুটি মাছ আনতে বাহিরে যাইতাছি।
গেট টা লাগা….
আপনার মন্তব্য লিখুন