কবিতা

কাটবে তোমার ঘোর : জাহীদ হোসেন

তুমি চলে গেলে আর দেখিনি
আকাশ ভরা আলো,
ভরা জ্যোৎস্নায় করিনি খেলা
কেউ বাসেনি ভালো।

আর কোনোদিন হয়নিকো শোনা
ভাটিয়ালি কোনো গান,
নয়নাভিরাম বসন্ত উৎসবের
কালজয়ী ঐক্যতান।

আর কোনোদিন হয়নিকো দেখা
হাসিমুখো বাঁকা চাঁদ,
চাঁদের হাসির সাথেও আমার
ক্ষয়িষ্ণু অভিমান।

গোধূলি বেলায় হয়নিকো হাঁটা
মেঠোপথে বহুদূর,
পাখির সাথে সুর মিলিয়ে
গাইনিকো সুমধুর।

দেখিনি কভু আড়চোখে সেই
কুমারী মধুমালা,
গাঁথা হয় নাই নতুন করে
জুঁই-বেলি ফুলের মালা।

তর্জনীর ছোঁয়ায় হয়নিকো আঁকা
রবীন্দ্র-নজরুল,
কবিতায় আর ছন্দ মিলেনি
হিসাবে করেছি ভুল।

তোমার চোখে দেখেছিলাম
আমার আলোর ভোর,
তোমায় ফিরে আসতেই হবে
কাটবে তোমার ঘোর।

(তারিখঃ ১১/০৮/২০২২)