করি শুধু খাই খাই, কেড়ে খেয়ে মজা পাই
সুদ খাই, ঘুষ খাই, সম্মানিও পেতে চাই,
জমি খাই, আইল খাই, হাল-গরু যা পাই
পেটে কারো লাথি মেরে মনে খুব সুখ পাই।
করি শুধু খাই খাই, কেড়ে খেয়ে মজা পাই
রাস্তাটা খেয়ে যাই, ফুটপাতও বাদ নাই,
ঘর বাড়ি লুটপাট, ভিটেটুকুও পেতে চাই
গাড়ি চাই, বাড়ি চাই, সুন্দরী নারী চাই।
করি শুধু খাই খাই, কেড়ে খেয়ে মজা পাই
অফিসের ফাইল খাই, কলমের কালি খাই,
শিশুদের ছড়া খাই, কবি-ছবি সবই খাই
শিক্ষায় জুয়াখেলা, খেলে খুবই মজা পাই।
করি শুধু খাই খাই, কেড়ে খেয়ে মজা পাই
পাহাড়ের লাল মাটি, কেটেকুটে খেতে চাই,
ধান খাই, মান খাই, তেলে খুব মজা পাই
সবাইকে ভালবেসে জোর করে চুমু খাই।
করি শুধু খাই খাই, কেড়ে খেয়ে মজা পাই
সাপ-ব্যাঙ সব খাই, ব্যাংকটাও খেতে চাই,
হাওড়ের বাঁধটা, খেয়ে খুবই মজা পাই
নেতা সেজে জনতার গদিটাও খেতে চাই।
করি শুধু খাই খাই, কেড়ে খেয়ে মজা পাই
নদী-নালা, খাল-বিল দখলটা থাকা চাই,
বন খাই, মন খাই, বাকী আছে একটাই
পাবলিক ক্ষেপে গেলে ‘দুই গালে জুতা খাই’।
আপনার মন্তব্য লিখুন