ফটো-গ্যালারি

কম বেতনে শিশু হেলপার…

আমরা যাদের ভবিষ্যৎ নিয়ে দেশ-বিদেশের বড় বড় হোটেলে সেমিনার করে কথা বলি তারা ঢাকা শহরে চলাচলকারী লেগুনাসহ অসংখ্য বাহনে হেলপারি করে। ছবিটি মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বাড্ডা লিঙ্ক রোড থেকে তোলা। যানজটের কারণে বন্ধু পরিবহনের দুটি গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে ছিল। এসময় তারা দুজনে বসে গল্প করছিল। গাড়িগুলো শিশুদের হেলপার হিসেবে রাখার কারণ হলো তাদের কম বেতন দিতে হয়। এছাড়া তাদের ক্লান্তি কম। এই সুযোগটাকে ব্যবহার করতে গিয়ে তাদের আয়ু কমিয়ে দিচ্ছে পরিবহন সেক্টরের লোকজন।