তবুও ভাবি -কথা বলি ;
এখনও যত দিন বেঁচে আছি
এখনও যত দিন কথা বলি
ভাবনার স্রোত যতক্ষণ বয়ে যায় ততক্ষণ তো বিষ পান করা যাক শব্দের বিষ,উপেক্ষার বিষ — ভালোবাসার বিষ ও কামনার কালকূট – অথবা নারীর প্রেমের যে হলাহল–নিরন্তর পানের অস্থিরতা;
দেখা যাক আর কতদিন !
জীবনের বিশ্লেষণ করলেই তো বেরিয়ে আসবে রাশি রাশি বঞ্চনার শত শত বেদনার আকর। এখানে আরোগ্য নিকেতনের মতো কোন সেবাময়ী নারী নেই–
যে জলোচ্ছ্বাসের মতো শুশ্রূষা আর মমতা দিয়ে বিষের জ্বালা, অসফলতার জ্বালা ভুলিয়ে, দেবে এক নিরুপদ্রব-নিঃসীম ঘুম –; তবুও কানে আসে দূরাগত সমুদ্রের জলের আহ্বান ।
যাদবপুর , কোলকাতা ।
আপনার মন্তব্য লিখুন